দশমিনায় কাঠ ব্যবসায়ীর হামলায় আহত- ১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ বাজারের কাঠ ব্যবসায়ীর হামলায় গাছ মালিক গুরুত্বর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় পাওনা টাকা চাইতে গিয়ে গাছ মালিক এ হামলার শিকার হন। আহত ব্যক্তিকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ওই দিন রাতেই আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার বরিশাল শেরে- ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার চরহোসনাবাদ বাজারের কাঠ ব্যবসায়ী মোস্তফার কাছে দক্ষিন আরজবেগী গ্রামের মৃত: আঃ রাজ্জাক ঘরামীর ছেলে আনোয়ার হোসেন ঘরামী(৩৮) ৩টি রেন্টি গাছ ২০হাজার টাকায় বিক্রি করেন। কাঠ ব্যবসায়ী মোস্তফা কোন রকম বায়না দিয়ে আহত ব্যক্তির বাড়ী থেকে গাছ কেটে আনে এবং তা বিক্রি করে ১৫ হাজার টাকা দেয়। বাকী ৫হাজার টাকা দেই দিছি করে ঘুরাতে থাকে। গত মঙ্গলবার রাত ৮ায় ওই পাওনা টাকা চাইলে কাঠ ব্যবসায়ী মস্তফা ও গাছ বিক্রেতার মধ্যে বাতবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায় কাঠ ব্যবসায়ী উত্তেজিত হয়ে উঠে গাছ মালিক আনোয়ার ঘরামীর উপর চড়াও হয়ে মারধর শুরু করে। এতে গুরুত্বর আহত হলে ঘটনা স্থলে আনোয়ার ঘরামী জ্ঞান হারালে প্রত্রক্ষদর্শীরা আহত ব্যক্তিকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা গুরুত্বর থাকায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে কাঠ ব্যবসায়ী মোস্তফার কাছে জানতে চাইলে তিনি জানান, গাছ মালিকের কাছ থেকে তিনি গাছ ক্রয় করেননি। তার এলাকার জয়নাল সরদারের ছেলে মামুনকে গাছ ক্রয় করার জন্য সহায়তা করেছেন। এ জন্য গাছ বিক্রয়তা তার কাছে পাওনা ৫হাজার টাকা দাবী করে আমাকে মারধর করে। এলাকাবাসী সূত্র জানান, মস্তফা ও মামুন উভয় মিলে কাঠে ব্যবসা করে আসছে। আহত ব্যক্তি ২০হাজার টাকায় তার বাড়ীর ৩টি রেন্টি গাছ মস্তফার কাছেই বিক্রি করেছেন। উক্ত পাওনা টাকা চাইতে গেলে মস্তফা বিভিন্ন তালবাহানা করায় এ হামলার ঘটনা ঘটেছে।