সাপাহার সরকারী কলেজে ১ম বর্ষ অনার্স ক্লাসের উদ্বোধন

photo,sapahar,01-12-2015 (degree callage)
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সরকারী কলেজে ২০১৫-২০১৬ ইং শিক্ষা বর্ষে ১ম বর্ষ অনার্স ক্লাসের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ১ম বর্ষ অনার্স ক্লাসের উদ্বোধন উপলক্ষে কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হোসেন সহিদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফয়সল আলম, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রবিউল আওয়াল তালুকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক রুহুল আমিন, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাবির আহাম্মদ, প্রভাষক রাজু আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক নাজির উদ্দীন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এস.এম শামীম আল মামুন, প্রভাষক সাজ্জাদ হোসেন, ভূগোল বিভাগের প্রভাষক আবদুল মোমেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মুজিদুল আলম, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক সফিউদ্দীন, প্রভাষক আব্দুস সালাম প্রমুখ। অধ্যক্ষ প্রফেসর মো. হোসেন সহিদ মাহবুবুর রহমান বলেন, অত্র কলেজে মোট ৮ টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং আরো ৫ টি বিষয়ের মধ্যে ৩ টি বিষয়ে রিলিজ স্লিপের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *