দশমিনায় জমিজমা সংক্রান্ত জেরে হামলা সংঘর্ষে আহত – ৫
সাইদুর সাইদ, দশমিনা (পটুয়াখালী) থেকে ঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর দশমিনা উপজেলার বগুড়া গ্রামের গঞ্জন আলী চৌকিদার বাড়ীতে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় বাড়ীর দু’পক্ষের মধ্যে হামলা সংর্ঘষে ৫জন গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে, আঃ মালেক চৌকিদার (৪৫), বাচ্চু চৌকিদার (২৫), প্রতিপক্ষের আলতাফ চৌকিদার (৩৫), মকবুল চৌকিদার (৪০), শাহিন চৌকিদার (২০)। এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার বগুড়া গ্রামের গঞ্জন আলী চৌকিদার বাড়ীর আঃ মালেক চৌকিদারের সাথে একই বাড়ীর মকবুল চৌকিদার গংদের সাথে জমিজমা ভাগবন্টনকে কেন্দ্র কওে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই বিরোধকে নিস্পত্তিকরনের জন্য স্থায়ীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস বিচারের উদ্দ্যোগ নেয়। কিন্তু ওই বাড়ীর সার্ভেয়ার আনসার চৌকিদার বাড়ীর লোকদের ভুল বুঝিয়ে রাখার কারনে নিজেদের মধ্যে চলমান বিরোধ নিস্পত্তি করা সম্ভব হয়নি। সার্ভেয়ার আনসার আলীর মদদের কারনে মকবুল চৌকিদার গংরা জবরদখল করে অতিরিক্ত জমি ভোগ দখল করে আসছে। এ নিয়ে উভয়ের মধ্যে দাঙ্গা ফ্যাসাদ বিরাজ করছে। যার সূত্র ধরে গত রবিবার সকালে আঃ মালেক চৌকিদার গংদের সাথে মকবুল চৌকিদার গংদের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।