লোহাগড়ায় সম্ভাব্য ২ মেয়র প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১০

কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্র“পের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়। আহতদেরকে লোহাগড়া, নড়াইল ও খুলনা মোডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।mএলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (২৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে সম্ভাব্য মেয়র প্রার্থী জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান মশিয়ুর রহমান এবং অপর মেয়র প্রার্থী নাজমুল করিম বাবু সমর্থীত দুই গ্র“পের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বাবু গ্র“পের আব্দুল আজিদ মোল্যার ছেলে পান্নু মোল্যা(৫৫), মৃত হাবিবর মোল্যার ছেলে দিলু মোল্যা (৪৫), পান্নু মোল্যার ছেলে রাব্বি মোল্যা (১৬), আব্দুল আজিদ মোল্যার ছেলে বাচ্চু মোল্যা (৪০) ও মশিয়ুর গ্র“পের জিল্লুর রহমানের ছেলে রহমাতুল্লা শিশির (২২) সাবেক মেম্বার শওকত (৪৫), আঃ রউপ শেখের ছেলে সাইফুল(৩০), গনি সরদারের ছেলে মাহামুদ সরদার(৬০)সহ ওই গ্রামের অন্তত ১০ জন আহত হয়। আহত পান্নু মোল্যা ও বাচ্চু মোল্যার অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানা পুলিশ ইমদাদুল(২৫), লিটন শেখ(১৭),রাজ্জাক(৫০), ওহিদুজ্জামান(৪৫) ও আহাদ শিকদার(৪৪) কে আটক করেছে। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনকালে জয়পুর গ্রামের মুন্নু মোল্যার স্ত্রী জোনাকী, সেলিম মোল্যার স্ত্রী বিউটি এবং চুন্নু মোল্যার স্ত্রী সোনালী সাংবাদিকদের অভিযোগ করে বলেন, লোহাগড়া থানার এসআই শিমুল কুমার দাস ও এসআই হাবিবুর রহমানের উপস্থিতিতে প্রতিপক্ষ মশিয়ুর রহমানের লোকজন তাঁদের (বাবু সমর্থীত) লোকজনদের মারধর করে। সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ’লীগ নেতা নাজমুল করিম বাবু বলেন, রোববার সকালে তার লোকজনের ওপর মশিয়ূর গ্র“পের সমর্থকেরা লাঠি, ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এদিকে, এ অভিযোগ অস্বীকার সৈয়দ মশিয়ূর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে জয়পুর স্ট্যান্ডে নসিমন চলাচলকে কেন্দ্র করে বাবুর লোকজন তার লোকজনের ওপর হামলা করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান পুলিশের উপস্থিতিতে মারামারির ঘটনা অস্বীকার করে বলেন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় ৫জন কে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *