অষ্টম জাতীয় পে-স্কেল প্রদান দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন

SAM_0688
নিজস্ব প্রতিবেদক: অষ্টম জাতীয় পে-স্কেল প্রদান দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন করেন বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ(বাসসকপ)। বাসসকপ এর সভাপতি মোঃ শফিউল আজম বলেন, চলমান পে-স্কেল অসংগতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত করার মাঝে নতুন করে প্রথম শ্রেনীর প্রারম্ভিক পদকে (পূর্বের) ক্যাডার/ননক্যাডার দুটি গ্রেডে বিভক্ত করার পায়তারা এবং উপজেলা পরিষদের টঘঙ কে স্বেচ্ছাচারী অগণতান্ত্রিক ক্ষমতা প্রদান করে একটি গতিশীল সরকারের কার্যক্রম বাধাগ্রস্থ করছে একদল কুচক্রী মহল। দেশের উন্নয়ন মূলক কর্মকান্ডের অতি গুরুত্বপূর্ন অধিদপ্তর ও পরিদপ্তর সমূহের মধ্যে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, জনস্থাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, দূর্নীতি দমন কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বাংলাদেশ রেজিষ্ট্রার পরিদপ্তর, সেবা পরিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সমূহ তাদের মান সম্মত কাংখিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। বক্তারা আরো বলেন ক্যাডার/নন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে সকল প্রকার বৈষম্য দূর করতে হবে। উপজেলা পরিষদের ক্ষমতায়নের নামে টঘঙ এর কর্তৃত্ব সৃষ্টির অফিস স্মারক বাতিল করতে হবে। সর্বস্তরের সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের প্রথা বহাল রাখতে হবে এবং সকল গ্রেডে সমগ্র চাকুরী জীবনে কমপক্ষে ৪টি বেতন ধাপ/গ্রেড পরিবর্তনের সুযোগ রাখতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদের মহাসচিব মোঃ জিন্নাত আলী বিশ্বাস এবং অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *