নতুন চ্যালেঞ্জ গ্রহনে উদ্যমী একজন নারী
সোহানা ইসরাত, ভাইস প্রিন্সিপাল রিভারেন্ট পল্স হাই স্কুল (সিএসএস) গল্লামারী, খুলনায় কর্মরত। তিনি একজন মিষ্টভাষী,সদালাপি ও মুক্ত মনের মানুষ। কোন প্রকার দেমাক বা অহংকারের বিন্দুমাত্্র লেশ এই নারীর ভীতর নেই বললে চলে। তার গতিশীল দৃষ্টিভংগী ও সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত এই রমনী। তিনি জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্্রর একজন নিয়মিত পাঠক,পত্্িরকার গেটাফ-মেকাফ দেখে সত্যি পত্্িরকাটির প্রসংশা করেন। পাশাপাশি সমাজের অপরাধ সংক্্রান্ত সংবাদ পত্্িরকায় তুলে ধরার অনুরোধ জানান। সোহানা ইস্রাত খুলনা জেলার পাইকগাছা উপজেলার এক নিবৃত পল্লী গদাইপুর গ্রামে ১৯৮৩ সালের ২৫মার্চ জন্মগ্রহন করেন। পিতা শেখ আলমগীর হোসেন মাতা মোসাঃ রেহেনা সুলতানা জীবিত আছেন। গ্রামে জন্মগ্রহন করলেও সেখানকার আলোবাতাস তাকে ধরে রাখতে পারেনি। ছোট বেলাথেকে খুলনা শহরে লেখা পড়ার মাধ্যমে তিনি আজ একজন আদর্শ নারী হিসেবে পরিচিত হতে চেয়েছেন মাত্্র। যদিও সরকারী চাকুরিতে সুযোগ হয়নি,তবে বে-সরকারী প্রতিষ্ঠানে কর্মদক্ষতায় যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। ছোট বেলায় তিনি “শিশু মনোজাগতিক বিদ্যালয়” শেরে বাংলা রোড, খুলনায় হাতে খড়ি। পরবর্তীতে সরকারী করোনেশন বালিকা বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে প্রথম বিভাগে (বিজ্ঞান) এস,এস,সি পাশ করেন,এবং সরকারী পাইনিয়ার কলেজ থেকে ২০০১ সালে বিজ্ঞানে এ্্্্্্্্্্্্ইচ,এস,সি প্রথম বিভাগে উর্ত্তিন হন। জাতিয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০০৬ সালে তিনি বি,এস,সি পাশ করে এবং নর্দান বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ ডিগ্রী লাভ করেন। এই ভাবে তিনি নিজের ভাগ্যকে গড়ে নেন। বর্তমানে সত ব্যস্ততার মাঝেও আইন বিষয় পড়াশুনা করছেন। কর্মজীবনে তিনি প্রথমে জাহানাবাদ সি ফুড লিঃ এর সিনিয়র এক্য্রজিকিউটর (প্রশাসন) পদে ২০০৭ সাল হতে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পাশাপাশি মোনন কল্যান সংস্থার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন ৩ বছর,“ইনার হুইল ক্লাব” খুলনার সম্পাদকের পদে দীর্ঘ দিন দায়িত্বে ছিলেন। ইসলামাবাদ কলেজিয়েট স্কুল খুলনাতে পার-টাইম শিক্ষাকতা (অংক) করেছেন,৭অক্টোবর/২০১৩ থেকে ৩১ ডিসেম্বর/১৩ পযর্ন্ত।জাহানাবাদ ইংলিশ স্কুলে সিনিয়র শিক্ষক (অংক) হিসেবে ১লা জানুয়ারী/১৪ হতে জুন/১৪পযর্ন্ত দক্ষতার সাথে কাজ করেন। বর্তমানে রেভারেন্ট পলস্ হাই স্কুলে সহকারী অধ্যক্ষ পদে কর্মরত আছেন। ৩ জানুয়ারী হতে ৩০ জুলাই/১৫ পযর্ন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি কম্পিউটারে বিশেষ ভাবে পারদর্শী। সোহানা ইসরাত স্বঃপ্রাণাদিত, অধ্যবসায়ী এবং লক্ষ অর্জনে অতিরিক্ত পরিশ্রমে অকুন্ঠচিত। অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেই পরিচালিত হতে মানসিকতা সম্পন্ন এবং নতুন চ্যালেঞ্জ গ্রহনে উদ্যমী একজন নারী।