দশমিনায় ৪ এসএসসি পরীক্ষার্থী সড়ক দূঘর্টনায় গুরুত্বর আহত ; পরীক্ষায় অংশ গ্রহন অনিশ্চিত
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা আরজবেগী সড়কে মটর সাইকেল ও যাত্রীবাহী টমটম মুখোমুখি সংর্ঘষে ৪ এসএসসি পরীক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। আহত শিক্ষার্থীদেরকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ভাবে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নলখোলা- আরজবেগী সড়কের বশার সিকদার বাড়ীর দক্ষিন পাশে এ ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিরা হচ্ছে, আরজবেগী এস.এ মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী পূর্ব আউলিয়াপুর গ্রামের আবুল মৃধার ছেলে সাগর মৃধা (১৪), আরজবেগী গ্রামের মুক্তিযোদ্ধা লাল মিয়া হাওলাদারের একমাত্র ছেলে হাসান (১৪), সৈয়দ জাফর গ্রামের নেছার সিকদারের ছেলে সাব্বির সিকদার (১৪) ও গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থী পূর্ব লক্ষীপুর গ্রামের রুবেল হাওলাদারের ছেলে সাইমুন (১৫)। গুরুত্বর আহত সাগর মৃধাকে বরিশাল শেওে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই দিন রাতে ঢাকা প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলার নলখোলা চৌরাস্তা মোড় থেকে সন্ধ্যা ৭টায় যাত্রী নিয়ে ড্রাইভার খোকন টমটমটি আরজবেগী বাজারের উদ্দ্যেশে রওনা করে আবুল বশার সিকদারের বাড়ীর একটু দক্ষিন পাশে পৌছালে বিপরীত দিক আরজবেগী বাজার থেকে ওই ৪ পরীক্ষার্থী একই মটর সাইকেল যোগে দশমিনার উদ্দ্যেশে আসার পথে এ সড়ক দূঘর্টনার শিকার হয়। সড়ক দূঘর্টনায় সকলের ডান পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থান ক্ষত হয়। আহতদেরকে শারিরিকভাবে সুস্থ্য করতে দীর্ঘ মেয়াদী উন্নত চিকিৎসা দিতে হবে। আহতরা দীর্ঘ মেয়াদী উন্নত চিকিৎসার কারনে এ দূঘর্টনাকে কেন্দ্র এসব পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহন অনিশ্চিত হয়ে পরতে পারে বলে আশংকা করা হচ্ছে। আহতরা সকলে স্ব – স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বানিজ্য বিভাগের পরীক্ষার্থী।