চুয়াডাঙ্গায় প্রায় সাড়ে ৪লক্ষ টাকার ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার

CHUADANGAI-FINCEDEL-PICTUR-26-11-15
হাবিবুর রহমান,(চুয়াডাঙ্গা প্রতিনিধি): চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করা করেছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪লক্ষ২২হাজার ৩শ”টাকা বুধবার দিনগত রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি এসব মালামাল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক লেঃ কর্নেলঃ এসএম মনিরুজ্জামান জানান,বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী হালদারপাড়া গ্রামের মাঠ থেকে ৫শ”৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় আটক করতে সক্ষম হয়। এরপর রাত ১টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মির্জা ওয়াজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার সীমান্তবর্তী মানিকপুর গ্রামের রাজা বান্দাল মাঠ থেকে ১শ”১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। রাত দেড়টার দিকে দামুড়হুদার হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠের মাঠ থেকে ২৫ বোতল ভারতীয় মদ আটক করে। রাত ২টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনীপুর গ্রামের ডিসপোট মাঠ থেকে ২২ বোতল ভারতীয় মদ আটক করে। সর্বশেষ বহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েক মান্নান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মহেশপুরের মাইলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য চার লক্ষ বাইশ হাজার তিনশত টাকা মাত্র। আটককৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *