কাহারোলে বালিকা যুবনারীদের প্রতি সহিংসতা বাৎসরিক কনভেনশন অনুষ্ঠিত।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : আমি মে বলেই পারি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে বালিকা যুবনারীদের প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে বাৎসরিক কনভেনশন ২০১৫ সভা অনুষ্ঠিত। গত ২৬ নভেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এসইউপিকে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টনারশীপ গার্লপাওয়ার প্রকল্পের আয়োজনে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর সহযোগীতায়। অনুষ্ঠিত কনভেনশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে কনভেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, সাবেক সংসদ সদস্য ভারতী নন্দী সরকার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন এসইউপিকে নির্বাহী পরিচালক মোজাফ্ফর রহমান, প্লান ইন্টারন্যাশনাল ইউনিট ম্যানেজার মোবারক হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন এসইউপিকে এর টেকনিক্যাল অফিসার মোঃ আনোয়ার হোসেন ও মোঃ মেরাজ উদ্দীন।