অপরাজিতা সম্মেলন থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ মালা বিষয়ে চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : অপরাজিত সম্মেলন থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ মালা বিষয়ে চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে (সিডিএফ) সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক বিললাল হোসেন। বক্তব্য রাখেন, পললী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, সামাজিক উদ্যোক্তার সভাপতি একরামুল হক মুক্তা ও সাবেক সভাপতি ওয়ালিউর রহমান, সুফিয়া কামাল ফেলোর চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম ও স্টেপস্ টুয়াডার্সের অনুষ্ঠান কর্মকর্তা ইমাম হোসেন। লিখিত বক্তব্যে রাজনৈতিক দলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ৩৩ ভাগ নারী কোটা পূরণসহ বেশ কিছু সুপারিশ মালা তুলে ধরে এবং তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।