হাজারী গলির ওষুধের দোকানে অভিযানের সময়র ভ্রাম্যমান আদালতের উপর হামলার দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী-ক্যাব

২৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর সর্ববৃহৎ পাইকারী ওষুধের বাজার হাজারী গলিতে ভেজাল, মেয়াদউত্তেীর্ণ ও অবৈধ ফুড সাপ্লিমেন্ট এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান অভিযান পরিচালনার সময় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে রাস্ট্রীয় দায়িত্বপালন কালে অতি জনগুরুত্বপুর্ন ভ্রাম্যমান আদালতের উপর হামলার সাথে জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষনকারী সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। হাজারী গলিতে ভ্রাম্যমান আদালতের উপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে ক্যাব নেতৃবৃন্দ বলেন জনস্বার্থ রক্ষায় রাস্ট্রীয় জনগরুত্বপুর্ন ভ্রাম্যমান আদালতের উপর হামলার ঘটনা দেশে আইনের শাসন কায়েম, আইনশৃংখলা ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের উদ্যোগ মারাত্মক ভাবে ব্যাহত হবে। অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠবে। আর প্রতিক্রিয়া সমাজের অন্যান্য অংশের উপর ও বিস্তিৃতি লাভ করবে। যা খুবই জঘন্য ও ভয়াবহ হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, একশ্রেণীর নীতিআদর্শবিহীন ওষুধ ব্যবসায়ী নামক মুনাফা শিকারীরা ফার্মেসীগুলি অনুমোদন বিহীন, মেয়াদউত্তীর্ণ, ঔষধের নামে মাদ্রকদ্রব্য, ফুড সাপ্লিমেন্ট বিক্রির মতো ওষুধ বিপণনে অনৈতিক কর্মকান্ড জড়িত। কিন্তু স্বাস্থ্য বিভাগ ও ওষুধ প্রশাসনের দায়িত্বহীন কর্মকান্ডে ও নজরদারির ফাঁকে সাধারন খাদ্যে পন্যের মতো ভেজাল ওষুধের রমমরমা ব্যবসায় দিনে দিনে কোটিপতি হবার বাসনায় বেশী লাভের আশায় ভেজাল, অনুমোদনহীন ও মেয়াদৌত্তীর্ন ওষুধ বিক্রয়ে আগ্রহী। যার কারনে খাদ্যে ভেজালের মতো না খেলে যেমন মানুষ মরে না, ভেজাল খাদ্যে মরার মতো অবস্থা হয়ে আছে। এখন মানুষ ওষুধ না খেলে মরছে না, ওষুধ খেলে মরার সম্ভাবনা বেড়েছে। আর এই জীবন রক্ষাকারী ওষুধের বাজারে ভেজালের স্বর্গ রাজ্য তৈরীতে মুল হোতা হলো ফামেসীগুলি। চট্টগ্রামের জেলা প্রশাসন ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করার পর থেকে ফার্মেসী ও কেমিস্ট ও ড্রাগিষ্ট সমিতি বারংবার জেলা প্রশাসনকে বিভ্রান্ত ও নিয়ন্ত্রণের অপচেস্টায় লিপ্ত ছিল। গতকালকের ঘটনা তারই বহিপ্রকাশ। নেতৃবৃন্দ আরো বলেন সরকার ও প্রশাসন কতিপয় সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ীদের সাথে আপোষ করলে পুরো দেশ ও জাতির ভবীষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। জীবনরক্ষাকারী ওষুধ বিপননে ভেজাল, মানহীন, ওষুদের নামে ফুড সাপ্লিমেন্ট, মাদক, অবৈধ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন না করলে আইনের শাসন প্রতিষ্ঠায় মারাত্মক ব্যাথ্যয় ঘটবে আর এ ধরনের অপরাধ রাস্ট্রদ্রোহের শামিল। নেতৃবন্দ আশা করেন, অসাধু ব্যবসায়ীদের অন্যায্য দাবীর কাছে মাথা নত না করে দেশ জাতিকে ভেজাল, নকল, মানহীন অবৈধ জীবনরক্ষাকারী ওষুধের ব্যবসায় ন্যায্যতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সরকার ও প্রশাসন কার্যকর উদ্যোগগ্রহন করবেন। বিবৃতিতে যারা স্বাক্ষর করেন তারা হলেন ক্যাব কেন্দ্রিয় নির্বাহী কমিটি সদস্য এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *