মোল্লাহাটে ৪টি ঘেরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার ক্ষতি
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে তিন কৃষকের চারটি ঘেরে বিষ প্রয়োগ করায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলার জয়ডিহি গ্রামে মহা সড়ক সংলগ্ন উক্ত ঘের গুলোয় গত রবিবার দিন গত রাতের যে কোন সময় অজ্ঞাত চোরেরা ওই ঘটনা ঘটায়। ঘের মালিক সুত্র জনায়-জয়ডিহি গ্রামের মিলন হীরার ২টি ঘেরে ১২ হাজার, কিরন হীরার ১টি ঘেরে ৩ হাজার ও চন্দন হীরার ১টি ঘেরে ৫ হাজার চিংড়ি মাছ ছিলো। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। ঘটনার রাতে অজ্ঞাত চোরেরা ওই চারটি ঘেরে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ চুরি করে নিয়ে যায়। ভোর বেলায় ওই ঘের গুলোর মাঝে/পাড় সংলগ্নে চিংড়ি মাছ ভাসমান এবং পাড়ে ২ টি বিষের বোতল দেখে চুরির বিষয় নিশ্চিত হয় মালিক গণ। পরে তারা ঘেরের অবশিষ্ট মাছ দ্রুত ধরে ফেলেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বাচানোর চেষ্টা করেন। ওই ঘটনায় থানায় অভিযোগ না করে স্থানীয় ভাবে চোর সনাক্তের চেষ্টা করছেন বলেও জানান ঘের মালিক গণ।