ভোলাহাটে বিজিবি’র হাতে ৩ বাংলাদেশী আটক
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪৩ ব্যাটালিউন কোম্পানীর একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ ভাবে বিনা পাসপোর্টে অনুপ্রবেশের সময় ৩জন বাংলাদেশীকে আটক করে জেল-হাজতে প্রেরণের খবর পাওয়া গেছে। স্পোশাল বিজিবি ক্যাম্প ও থানা সূত্রে জানা গেছে, ভোলাহাট স্পেশাল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক হায়াত আলীর নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে মঙ্গলবার দিবাগত রাত সোয় ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৯৫ থেকে প্রায় ২০গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪জন ভারতে বিনা পাসপোর্টে অনুপ্রবেশ করার মুহুর্তে এদের মধ্যে ৩জনকে হাতেনাতে আটক করে, অপর ১জন পালিয়ে যায়। আটককৃতরা উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী গ্রামের শাজাহান আলীর ছেলে মতিউর রহমান(২৬), একই গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে শাহজাহান(২৫), নামো হোসেনভিটা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম(২২) ও পলাতক ফুটানীবাজারের মৃত আসাম আলীর ছেলে মোক্তার আলী(৩৫)। এ ব্যাপারে থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)(ক) ধারায় মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মহসীর আলী।