বেনাপোলে স্কুল ছাত্রীকে জোর পূর্বক শাখা-সিদুর পরিয়ে ভারতে পাচারের চেষ্টা,পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি (যশোর) : যশোরের বেনাপোল সীমান্ত পথে এক স্কুল ছাত্রীকে(১৫) প্রেমের ফাঁদে ফেলে জোর পূর্বক শাখা-সিদুর পরিয়ে ভারতে পাচারের সময় উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। এসময় পাচারের সাথে জড়িত অপু চন্দ্রবালা(২০) নামে এক পাচারকারী আটক হয়েছে। সোমবার(২৩ নভেম্বর) রাত ১১ টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে ওই পাচারকারীকে আটক ও স্কুল ছাত্রীকে উদ্ধারের ঘটনা ঘটে। আটক পাচারকারী শরিয়াতপুরের পালং থানার পশ্চিমকোটা গ্রামের অমুল্য চন্দ্রবালার ছেলে এবং উদ্ধার স্কুল ছাত্রী সাবরিন সুলতানা জেমি একই গ্রামের শাহাজান মুন্সির মেয়ে। বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) নূর আলম জানান, আটক ওই যুবক কিশোরীকে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে এনে পাচারকারীদের হাতে তুলে দেয়। পরবর্তীতে তার ইচ্ছার বিরুদ্ধে শাখা সিদুর পরিয়ে সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্ঠা চালায়। এসময় মেয়েটি পাচার হচ্ছে বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও পাচারকারীকে আটক করে। আটক ওই যুবকের বিরুদ্ধে কিশোরী নিজেই বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেছে। পুলিশ আরো জানান, এর আগে পাচারকারী যুবক মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে গত ১৬ নভেম্বর তাকে নিয়ে পালিয়ে আসে। এঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ২২ নভেম্বর শরিয়তপুরের পালং থানায় অপু চন্দ্রবালাকে আসামী করে পাচার মামলা করে।