দামুড়হুদায় বেড প্লান্ট পদ্বতিতে গম রোপন মাঠ দিবস অনুষ্ঠিত॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর মাঠে বেড প্লান্টার পদ্বতিতে গম রোপন মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলার দামুড়হুদার উপজেলার উপজেলার উজিরপুর গ্রামের চাষি হাসেম খলিফার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান। প্রধান অতিথি বলেন, এই বেড প্লান্ট পদ্বতিতে গম রোপন করলে উৎপাদন খরচ কম হবে। সাধারন পদ্বতিতে রোপনের চেয়ে সময় কম লাগবে পরিচর্যা খরচ কম হবে ফলনও বৃদ্ধিপাবে। এছাড়াও আলু, ভুট্রা, মরিচ, সব্জিসহ বিভিন্ন প্রকার ফসল বীজ বেড-নালা তৈরি করে আবাদ করা হয়। বেড পদ্ধতিতে ফসল উৎপাদন করলে বাতাস সহজেই গাছের শিকড়ের নিকট যেতে পারে। ফলে গাছ বাতাস থেকে বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করতে পারে। এই পদ্ধতিতে শুকনা বা রবি মৌসুমে পানি যেমন কম লাগে তেমনি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হলে নালা দিয়ে সহজেই পানি বের হয়ে যায়। এসময় আরো উপস্থিত ছিলেন, সিএফ বদরুল ইসলাম, টেকনিশিয়ান ও বাহান উদ্দিন।অনুষ্ঠানে প্রায় শতাধিক চাষি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন।