দর্শনা কেরু চিনিকল চলতি ইক্ষু মাড়াই মৌসুম শুরু করতে পারেনি মাড়াই মৌসুম শুরু হতে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় লেগে যাবে

Carew mill
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : দেশের অন্যান্য চিনিকল গুলোতে ইক্ষু মাড়াই শুরু হলেও দর্শনা চিনিকল এখনো ইক্ষু মাড়াই শুরু করতে পারেনি। চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু চিনিকল নতুন করে যন্ত্রাং স্থাপনা করার কারণে চলতি মাড়াই মৌসুম শুরু হতে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় লেগে যেতে পারে। ১৯৩৮সালে প্রতিষ্ঠত পাওয়ার পর এই প্রথম বর্তমান সরকারের অধিনে নতুন যন্ত্রাং স্থাপন করা হচ্ছে। বয়সের ভারে মিলটি একেবারেই অচল হয়ে পড়ছিলো। ফলে বর্তমান সরকার ৪৬ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে বয়লিং হাউজ,মিল হাউজ,বয়লার, বয়লারের চিমনী মেরামত ও টারাইন (পাওয়ার হাউজ) স্থাপন করার কারণে এবং বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে আসা মিলের কিছু যন্ত্রাং অতিরিক্ত ভ্যাট-ট্যাক্্র নির্ধারণ করায় কিছুটা ঝামেলা হচ্ছে। তবে আজ বুধবার তা সমাধান হওয়ার কথা রয়েছে। এসব কারণে চলতি মাড়াই মৌসুমে দেরী হচ্ছে বলে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম এরশাদ হোসেন জানান। তবে বিগত বছর গুলোতে নভেম্বর মাসে কেরু চিনিকলের মাড়াই কর্যক্রম শুরু হয়ে যায়। চলতি মাড়াই মৌসুমে ১৬ হাজার ৯৩২ পয়েন্ট চিনি মজুদ রেখে চালু হতে যাচ্ছে। তবে সুখের খবর আগামী এক দু-সপ্তাহের মধ্যে ১ হাজার মেট্রকি টন চিনি বিক্রীর অডার পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এবছর ৯০মাড়াই দিবসে ৮ হাজার ৮৮৭ আখ মাড়াই করে ৭% চিনি আহরণের হার ধরে ৬ হাজার ৩০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি আখ রোপন মৌসুমে কেরুজ ফার্মসহ ১২ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন লক্ষ্যমাত্রা নিয়ে গত ২১ নভেম্বর পর্যন্ত ২ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করতে সক্ষম হয়েছে বলে কৃষি ব্যবস্থাপক মোস্তফা কামার সময়ের সমিকরণ পত্রিকার সংবাদিকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *