সুন্দরগঞ্জে পুলিশ কনষ্টবলের স্ত্রী ও শিশু কন্যার লাশ উদ্ধার
মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ থানা পুলিশ এক পুলিশ কনষ্টবলের স্ত্রী কৃষ্ণা রাণী (২৬) ও কন্যা শিশু নিবেদিতা রায় অর্পিতার (২০ মাস) লাশ উদ্ধার করেছে । মঙ্গলবার ভোর রাতের যে কোন সময় এ দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, সুন্দরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনষ্টবল (নং-৬৫৯) পরিমল চন্দ্র রায় প্রতিদিনের মত সোমবার দিবাগত রাত ১১ টার দিকে স্ত্রী কন্যাসহ এক বিছানায় ঘুমিয়ে পড়ে। স্ত্রীর লাশ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও কন্যা শিশুর মৃত্যুর কোন কারণ খুজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ কনষ্টবল পরিমল জানায়, ভোরবেলা ঘুম থেকে জেগে দেখি পাশে কন্যা নিবেদিতা রায় অর্পিতা শুয়ে আছে। সে কোন নাড়া-চাড়া করছে না। তার গায়ে হাত দিয়ে দেখি গা খুব ঠান্ডা এবং মারা গেছে। কন্যার পাশে ঘুমানো স্ত্রী কৃষ্ণা রাণীও তখন বিছানায় নেই। স্ত্রীকে খোঁজাখুজি করতে থাকি। এক পর্যায়ে রান্না ঘরের ভিতর ফাঁসিতে ঝোলানো স্ত্রীর লাশ দেখি। এ দুজনের মৃত্যুর ঘটনা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। প্রতিবেশীরাও সু-নির্দিষ্ট কিছু বলতে পারছে না। পুলিশ কনষ্টবল পরিমল চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামের মৃত অক্ষয় কুমারের পুত্র। তিনি ২০০০ সালে পুলিশ কনষ্টবল পদে যোগদান করেন। ২০১৩ সালে ঠাকুরগাঁও সদরের কালিকাগাঁও গ্রামের মৃত নলিনী কান্ত রায়ের কন্যা কৃষ্ণা রাণীকে বিয়ে করেন। বিভিন্ন স্থানে চাকুরীর পর ২০১৪ সালের জুন মাসে সুন্দরগঞ্জ থানায় যোগদান করেন। পরিমল ও কৃষ্ণা রাণীর প্রথম সন্তান অর্পিতা। সন্তানকে নিয়ে দুজনের সংসার খুব ভালই চলছিল। কৃষ্ণা রাণী ছিল বিএ পাশ। সুন্দরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পশ্চিম পাশে ভাড়া বাসায় থাকতেন পরিমল। পরিমল স্ত্রী কন্যাকে হারিয়ে এখন দিশেহারা। কথা-বার্তা বলতেই কেঁদে ফেলেন। থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন জানান, সংবাদ পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে কোন চিহ্ন নেই। এ ঘটনায় ইউডি মামলা রুজু করা হয়েছে। লাশ দুটির পোস্টমর্টেম করার ব্যবস্থা করা হয়েছে। জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার এ সার্কেল রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এলাকাবাসী জানান, স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই কিছু ঘটেছে। কোন কারণ ছাড়া কেউ আত্মহত্যা করতে পারে না। ঘটনাটি ব্যাপক তদন্ত সাপেক্ষে উদঘাটন করা সম্ভব।