আদমদীঘিতে ইউপি চেয়ারম্যান না থাকায় ইউনিয়নবাসি দূর্ভোগ চরমে
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় ঝিমিয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম। এদিকে ইউপি সদস্যের কোন্দলে দীর্ঘ ১ মাসেও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব না নেয়ায় জন্ম নিবন্ধন, ওয়ারিশান সনদ না পেয়ে হতাশায় ভুগছেন ইউনিয়নবাসী। জরুরী ভিত্তিতে এই জটিলতার নিরশন করার জন্য উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন ইউনিয়নবাসীরা। আদমদীঘি ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাচিত ইউপি সদস্য ও ৩ জন মহিলা সংরক্ষিত সদস্য থাকলেও ইউপি চেয়ারম্যানের অবর্তমানে প্যানেল চেয়ারম্যান দ্বারা পরিষদের সকল কার্যক্রম চালিয়ে নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু পরিষদের ৩ জন প্যানেল চেয়ারম্যান রয়েছে তারা হলেন, মনোয়ারুল ইসলাম বকুল, হারুনুর রশীদ ও তাহরিমা খাতুন বেবি। ইউপি সদস্যদের মধ্যে কোন্দলের কারনে কেউ চেয়ারম্যানের দায়িত্ব পালন না করায় ইউনিয়নবাসিরা হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফি আহম্মেদ আচ্চু কে ঢাকার দারুল সালাম থানার এ এস আই ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় গত ২৩ অক্টোবরে পুলিশ গ্রেফতার করেন। এরপর থেকে ইউনিয়ন চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন, ওয়ারিশান সাটিফিকেট না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারী চাকুরীর ক্ষেত্রে অফিস আদালতে ব্যাংক একাউন্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ করতে না পেরে হতাশ হচ্ছেন ইউনিয়নবাসিরা। অপরদিকে একই কারনে ৩২০ জন অসহায় গরীব মানুষ ভিজিডি কার্ডের চাল পাচ্ছে না।