গোপালপুরে ডায়নামিক ওয়েবসাইট হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালা

Gopalpur news photo 23.11.15এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : আইটি সংস্থা ‘ডিউ ড্রপ সফট’ এর উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার কম্পিউটার শিক্ষকদের নিয়ে ২৩ নভেম্বর সোমবার পৌর শহরের মেহেরুন্নেছা মহিলা কলেজ মিলনায়তনে ডিউ ড্রপ ওয়েবসাইট হস্তান্তর ও প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গোপালপুর পৌর মেয়র ও কলেজের অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণ প্রদান করেন ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি এর প্রভাষক আতিকুর রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন, জমিয়াতুল মোদার্রেসিন গোপালপুর উপজেলা সভাপতি আলহাজ মাওলানা আবদুল কাদের গোলজারি, চরচতিলা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন বাবর ও জোত আতাউল্লাহ দাখিল মাদরাসার সুপার মাওলান আবদুল গফুর প্রমুখ ‘ডিউ ড্রপ সফট’ এর প্রধান নির্বাহি মো. গোলাম মোস্তফা জানান, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০জন কম্পিউটার শিক্ষককে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট চালানোর বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *