দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মাইক্রোবাসে হুন্ডির ৭৭লাখ টাকাসহ ২জন আটক
শহিদুল ইসলাম আকাশ ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট খেতাবমোড়ে রবিবার সকাল ৯.৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ একটি মাইক্রোবাস নম্বর ( ঢাকা মেট্রো চ-১৫-১৮৩৬) আটক করে। পুলিশ আটক মাইক্রোবাস থেকে চালক হাকিমপুর উপজেলার উত্তর বাসিদেবপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র শাহিনুর রহমান (২৯) ও মাইক্রোবাসে থাকা একই উপজেলার চেচড়া গ্রামের মহবুল ইসলামের পুত্র সবুজ (২৮) কে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। এসময় ওসি ঘোড়াঘাট নির্বাহী অফিসার রোখছানা বেগমকে ডেকে নেন। উভয়ের উপস্থিতিতে আটককৃতরা জানায়, তাদের নিকট ১৩ লাখ আছে। পরবর্তী জিজ্ঞাসাবাদে শিকার করে একটি ব্যাগে ৩১লাখ টাকা আছে। পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের সন্দেহ হলে মাইক্রোবাসটি তল্লাশী করে ছাদের নিচে একটি ফুটা দিয়ে হাত দিয়ে আরো ৪৪ লাখ ও মাইক্রোবাসের এসির ভিতর থেকে আরো ২লাখ মিলে মোট ৭৭ লাখ টাকা টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা জানায়, মাইক্রোবাসটির মালিক হিলির সিএনএফ ব্যবসায়ী রেজাউল হাজী। তার টাকা তারা বগুড়া একটি আড়তে নিয়ে যাচ্ছিল। সেখানে তার লোক রয়েছে। জিজ্ঞাসাবাদে আবার জানায়, এ টাকার কিছু বগুড়া ইসলামী ব্যাংকে জমা হবে এবং কিছু টাকা দিয়ে একটি মাইক্রোবাস কেনা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় ব্যাপক গড়মিল দেখা দেয়। টাকা গুলি জাল কিনা তা পরীক্ষা করার জন্য ওসমানপুর সোনালী ব্যাংক থেকে মেশিন নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। উদ্ধারকৃত টাকা জাল নয় মর্মে সেখানে উপস্থিত ব্যাংক ম্যানেজার নিশ্চিত করেন। ঘটনার সংবাদ পেয়ে ফুলবাড়ী সার্কেলের এএসপি ফয়জুর রহমান ঘটনাস্থরে উপস্থিত হয়ে মাইক্রোবাসটিতে আরো কিছু আছে কিনা তা পরীক্ষা করছিলেন। এসংবাদ লেখা পর্যন্ত টাকাগুলো হুন্ডির টাকা না মালিকানার টাকা তা নিশ্চিত হতে পারেনি উপজেলা নির্বাহী অফিসার, এএসপি ও ওসি। উদ্ধারকৃত টাকাগুলো যদি হন্ডির টাকা হয় তাহলে সেই আইনে মামলা হবে বলে ওসি জানান। তবে মাইক্রোবাস মালিককে বার বার ফোন করা হলেও আসতে চেয়ে এ সংবাদ লেখা পর্যন্ত আসেনি।