চিতলমারীতে নাশকতা রোধে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামীলীগ দেশের বিভিন্ন স্থানে জামাত-বিএনপি’র নাশকতা মূলক কর্মকান্ড রোধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। রোববার বেলা ১১ টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবুর রহমান, আ’লীগ নেতা বাবুল হোসেন খান, যুবলীগ সভাপতি ও উপধাক্ষ্য কাওছার আলী তালুকদার, সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল, যুবলীগ সহসভাপতি শামীম আনোয়ার বাবু, শ্রমিকলীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, মহিলা আ’লীগ সভানেত্রী হেলেনা পারভীন, সাধারন সম্পাদিকা সঞ্চিতা সাহা, যুব মহিলালীগ সভানেত্রী শিবানী বিশ্বাস, সাধারন সম্পাদিকা সাবেরা কামাল স্বপ্না, কলাতলা ইউপি আ’লীগ সভাপতি মো: বাদশা মিয়া, সাধারন সম্পাদক ইদ্রীস আলী মোল্লা, ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারন সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ মুন্সী, সাবেক ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক অনিমেষ বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ বিশ্বাস প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা যুদ্ধপরাধীদের বিচার বাঁধাগ্রস্থকারী, দেশে ও বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকারী এবং ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী ও নাশকতা পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।