সাপাহারে সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত-২
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র নির্যাতনে দুই বাংলাদেশী আহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার করমুডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা করমুডাঙ্গা গ্রামের এসলাম আলীর পুত্র রমজান আলী (৩০) ও মোস্তফার পুত্র ফাইজুল ইসলাম (৩৫)। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভোরে দুজন করমুডাঙ্গা সীমান্তের ২৩৮-২৩৯ নম্বর পিলারের মাঝামাঝি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা টের পেয়ে ধাওয়া করে তাদের ধরে ফেলে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সকালে আহত অবস্থায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতœীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রফিকুল হাসান জানান, ভারতে গরু চুরি করতে গেলে ভারতীয় গ্রামবাসী তাদের ধরে পিঠিয়ে আহত করে।