নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বাড়ী ভষ্মিভূত ৩টি গাভী পুরে ছাই ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

13
শহিদুল হক এলিস,নাগরপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বাড়ীর মালামাল সহ ৪টি ঘর সম্পূর্ন ভূষ্মিভূত হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৩টি গাভী। এসময় মালামাল রক্ষা করতে গিয়ে গৃহকর্তা আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তারাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাতটার দিকে তারাবাড়ী গ্রামের মো. মন্টু মিয়ার বাড়ীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা পাশের ঠান্ডু মিয়ার বাড়ীতে ছড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টা ব্যাপী আগুনের লেলিহান শিখা মন্টু মিয়ার ৩টি গাভী, নগদ টাকা, ফসল, ৩টি বসত ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় পার্শ্ববর্তী ঠান্ডু মিয়ার ১টি ঘর ফসল সহ সম্পূর্ন জিনিসপত্র ভুষ্মিভূত হয়েছে। গবাদীপশু ও মালপত্র রক্ষা করতে গিয়ে মন্টু মিয়া অগ্নিদগ্ধ হয়েছে। এ ঘটনায় প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার পর রাত নয়টার দিকে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌছায় বলে ক্ষতিগ্রস্থ মন্টু মিয়ার ভাই তোফাজ্জল হোসেন জানান। বর্তমানে ক্ষতিগ্রস্থ ওই পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এলাকাবাসী সাধ্য অনুযায়ী কাপড়, খাবার ও আর্থিক সহযোগিতা করছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *