ঘোড়াঘাটে শিশু বাচ্চাকে অপহরণ ১২ ঘন্টা পর লাশ উদ্ধার গ্রেফতার ৭

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শিশু বাচ্চাকে অপহরণ মুক্তিপণের ৫ লাখ টাকা না দেয়ায় ১২ ঘন্টা পর লাশ উদ্ধার ৭জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৬টায় ঘোড়াঘাট পৌর এলাকার কাদিমনগর গ্রামের কেশব চন্দ্র সাহার শিশু পুত্র পরেশ কুমার সাহা (৪) কে একই গ্রামের জিল্লুর রহমান ও বুলেট মিয়া কৌশলে অন্যত্র নিয়ে যায়। ছেলে বাড়ীতে না আসায় কেশব চন্দ্র সাহা তড়িঘড়ি করে গ্রামের আশপাশে মাইকিং করে দেয়। অপহরণকারীরা মাইকিং শুনে তারা ছেলেটিকে অন্যত্র নিয়ে যেতে না পেরে শিশু পরেশ কুমারকে হত্যা করে ভোর রাতে একই এলাকার খেতাব মোড় নামক স্থানে ফেলে দেয়। পুলিশ বৃহস্পতিবার সকালে শিশু পরেশের লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পুলিশ জড়িত সন্দেহে একই গ্রামের এহিয়া মিয়ার ছেলে জিল্লুর রহমান (২০), কামাল মিয়া (৪৫) সহ তার ছেলে মামুন মিয়া (২০), জাহেদুল মিয়ার ছেলে ইব্রাহিম (১৮), ওয়াজেদ মিয়ার ছেলে বুলেট মিয়া (২২), এহিয়ার স্ত্রী শেফালী বেগম (৩৫) ও ফেরদৌস মিয়ার স্ত্রী নুরভানু (৩২) কে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে। বাচ্চাটির লাশ দেখে বিক্ষুব্ধ জনতা আসামীদের ৫টি বাড়ী ঘর পুড়ে ভষ্মিভূত করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *