প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা দীর্ঘ ৩ যুগ চাকরী করেও নিয়মিত হচ্ছে না সওজ শ্রমিক কর্মচারী ॥ চরম হতাশায় পরিবারগুলো

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগে ৩ যুগেরও বেশি সময় চাকুরি করে ওয়ার্কচার্জড অধিভুক্ত ৭হাজার ৫৯জন শ্রমিক কর্মচারি চাকুরিতে নিয়মিত না হওয়ার কারণে চরম হতাশায় দিন কাটাচ্ছে। এতে এ শ্রমিক কর্মচারী ও পরিবার পরিজন তাঁদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পরেছে।
সওজ কর্মচারী ফয়েজ আহম্মেদ, নুরুল ইসলাম, আমির হোসেন, সফিকুল বাসার জানান, চাকুরীর শেষ প্রান্তে আসলেও দীর্ঘ ৩ যুগ চাকরী করেও নিয়মিত হতে পারছিনা আমরা শ্রমিক ও কর্মচারীগন। অনেকে অবসরে গিয়েও পাচ্ছে না পেনশন । ইতিমধ্যে যারা অবসরে গিয়েছে তাদের যেতে হয়েছে শুন্য হাতে। দীর্ঘ সময় চাকুরী করে অবসরে চলে যাওয়া শ্রমিক ও কর্মচারীর জীবন চলছে ধুকে ধুকে। আর যারা কয়েক দিন বাদে অবসরে চলে যাবেন তাদেরও ঘুম হয় না রাতে। কে চালাবে তাদের সংসার খরচ। এ বিষয়ে ভুক্তভোগী শ্রমিক কর্মচারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর কার্যলয় থেকেও ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য সুপারিশ করা হলেও তা আজও অজানা কারণে এখনো সরকারীকরণ হয়ে উঠেনি।
জানা যায়, বাংলাদেশ সড়ক ও জনপদ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত মঞ্জুরীকৃত পদ সংখ্যা ৭৮৩৬টি। তার মধ্যে ৭২৮০টি পদ দীর্ঘ দিন যাবৎ শুন্য রয়েছে। অধিদপ্তরের ১৯৭৮ সালের পর হতে দু’একটি টেকনিক্যাল পদ ছাড়া এ পর্যন্ত নিয়মিত শুন্য পদে কোন লোকবল নিয়োগ না করার কারণে শুন্য পদের বিপরীতে ৭০৫৯ জন শ্রমিক ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী দীর্ঘ ২৫/৩০ বছর বিভিন্ন পদে কাজ করে আসছেন। ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিতকরণ না হওয়ার কারণে দীর্ঘ দিন যাবত পদগুলি শুন্য হয়ে আছে। আর ওই পদে ওয়ার্কচার্জদের নিয়মিতকরণের লক্ষে চিঠি পত্রের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রনালয়কে অবহিত করা হয়।
চাঁদপুরের সওজের একাধিক কর্মচারী জানান, ২০০৯সালে সিরাজগঞ্জে শ্রমিক কর্মচারী সমাবেশে প্রধানমন্ত্রীর তৎকালীন প্রশাসন ও সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদেরকে নিয়মিত সংস্থাপনে আনয়নের জন্য আশ্বাস প্রদান করে। পরবর্তীতে সাবেক যোগাযোগ মন্ত্রনালয়ের ১৭-০৭-২০১২ তারিখের ৩২১ স্বারকে কর্মচারীদের নিয়মিতকরণ লক্ষে প্রধানমন্ত্রীর বরাবর সার-সংক্ষেপ প্রেরণ করা হয়। যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যলয় গত ০১/০৮/২০১২ সালে ১৫২ স্বারকে আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত এবং ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিকরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শর্ত শিখিল পূর্বক বিবেচনার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *