মহেশপুরে পৌর নির্বাচন কে ঘিরে চলছে প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনি আমেজ ।

nirbachan-commission-2211
মহেশপুর (ঝিনাইদহ )সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর পৌর সভার নির্বাচন কে ঘিরে চলছে ভোটার ও প্রার্থী দের মধ্যে নির্বাচনি আমেজ প্রার্থীরা ভোটাদের বাড়ি বাড়ি যেয়ে খোজ খবর নেওয়া সহ কুশোল বিনিময় করছে এবং প্রত্যেক ওর্য়াডের চায়ের দোকান গুলিতে চলছে নির্বাচনি খোস গল্প । মহেশপুর পৌর সভাটি প্রাচীনতম পৌর সভা এ পৌর সভাটিতে বেশির ভাগ সময়ে মেয়র হিসাবে আমরা খান সাহেব দের পরিচালনা করতে দেখেছি । তেমই একজন খান সাহেব আমাদের আগামী পৌর নির্বাচনে দলিয় মননয়ন প্রত্যশি নির্বাচনের প্রস্তুতি নিতে গত নির্বাচন থেকে এখন পর্যন্ত মাঠ ছাড়েনি সাধারনের পাশে থেকে তাদের ভাল মন্দের দেখা ভাল করে আসছেন এবং প্রতি নিয়ত ওর্য়াডে ওর্য়াডে গন সংযোগ করছেন । সে আর কেউ নয় আমাদের আঃ রশিদ ভাই , সমাজ সেবি , আওয়ামী নেতা ও বিশিষ্ট ঠিকাদার ্আওয়ামী লীগের মননয়ন প্রত্যাশি জনাব আঃ রশিদ খানের সাথে একান্ত সাক্ষাত কারে তিনি জানান গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের মননয়ন নিয়ে নির্বাচন করে ছিলাম এবং চার দলীয় জোটের কারনে দলিয় লবিং গ্রুপিং থাকায় ২৩২ ু ভোটে পরাজিত হয়ে ,সেই থেকে দলিয় নেতা কর্মিদের নিয়ে মাঠে রয়েছি ও গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে জন সাধারন কে আহবান করে গরীব দুঃখিদের পাশে আছি আগামীতে ও পাশে থেকে জনসাধারনের সেবা করে যাবো । পৌর এলাকার ওর্য়াড বাসিরা জানান ,মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই , রাজাকার ও তার উত্তরসুরা দলের মধ্যে ঘাপটি মেরে থেকে বিভিন্ন সময় দেশে অরজগতার সৃষ্টি করে আর যাতে তারা বাংলার মসনদে না বসতে পারে সেদিকে লক্ষ রেখে আগামী পৌর নির্বাচনে দলিয় মননয়ন দিতে আওয়ামী লীগের জেলা নেতাদের আহবান জানান ্ এলাকাবাসি আরও বলেন যে, প্রত্যেক ওর্য়াডের আওয়ামী লীগের নেতাদের ও সাধারনের নিকট যেয়ে যাচাই বাছাই করে দলিয় মননয়ন দিতে হবে এবং হটকারি সিন্ধান্তে দলিয় মননয়ন দিলে আমরা তা মেনে নিবোনা ।সেই সাথে এলাকাবাসি আঃ রশিদ খান কে মহেশপুর পৌর সভার মেয়র হিসাবে পেতে আশাবাদ ব্যক্ত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *