পাবনা ফরিদপুরে রিকসা ষ্ট্যান্ড না থাকায় জন দূর্ভোগ
ফরিদপুর প্রতিনিধি: সম্প্রতি ফরিদপুর উপজেলায় রিকসা ষ্ট্যান্ড না থাকায় যানজট ও পথচারীদের দূর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ উপজেলার বনওয়ারীনগর, গোপালনগর ও ডেমরা ৩টি গুরুত্বপূর্ন স্থানে রিকসা ষ্ট্যান্ড নেই। ফলে বনওয়ারীনগর চার মাথার মোড়ে, গোপালনগর প্রধান সড়কের দুই ধারে ও ডেমরা চার মাথার প্রধান সড়কের চারিদিকে এলোপাথারী ভাবে রিকসা গুলো দাড়িঁয়ে যানজটের সৃষ্টি করে। প্রায়ই এ কারণে ছোট খাটো দূর্ঘটনা ছাড়াও রিকসা ও পথচারীদের মাঝে মাঝে কথা কাটাকাটি, হাতাহাতি পর্যন্ত হয়ে থাকে। অবিলম্বে এ উপজেলা ৩টি গুরুত্বপূর্ন স্থানে ৩টি রিকসা ষ্ট্যান্ড নির্মান প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।