জমে উঠছে সান্তাহার পৌরসভা নির্বাচন মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে অর্ধ শতাধিক সম্ভাব্য প্রার্থী গণসংযোগ

PIC-10.11.15
আদমদীঘি প্রতিনিধি: সারা দেশের মত বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রাথীদের দৌঁড় ঝাঁপে পৌর এলাকা সর গরম হয়ে উঠেছে। নির্বাচনের দিনক্ষন নির্ধারন না হলেও প্রার্থীদের দৌর ঝাঁপে নির্বাচনের আমেজ দিন দিন জমে উঠছে। ইতি মধ্যে সম্ভাব্য প্রার্থীরা পৌরবাসীর দোয়া কামনা করে নিজেদের ছবি সম্বলিত পোষ্টার লাগিয়ে গোটা পৌর এলাকা ছাপিয়ে ফেলেছেন। শহরের পাড়া মহল্ল¬ায় এখন নির্বাচনের আলাপ চারিতাই প্রাধান্য পাচেছ। শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড় ঝাঁপ। ভোটারদের সমর্থন নিতে তারা নিচেছন নানা কৌশল। সকল প্রাথীই এবার নবীনদের হাত করার চেষ্টা চালিয়ে যাচেছন। এ জন্য তারা পাড়া মহল্ল¬ায় ক্লাবে ক্লাবে করছেন পিকনিকের আয়োজন। দিচেছন নানা প্রতিশ্র“তি। প্রবীনদের কাছে চাচেছন দোয়া ও আশির্বাদ। কোন পাড়ায় কোন ব্যাক্তির মৃত্যু সংবাদ পেলেই সম্ভাব্য প্রাথীরা ছুটছেন মৃতের বাড়ীতে। কি মুসলীম, কি হিন্দু, কি খৃষ্টান এমন কি হরিজনদের বাড়ীতে যেতেও তারা ভুল করছেন না। মৃত ব্যাক্তির বাড়ীতে গিয়ে তারা পরিবারের লোকজনদের দিচেছন শান্তনা। তবে ভোটাররা করছেন অন্য হিসাব-নিকাস। তারা হিসেব কষছেন অতীত ভবিষ্যৎ নিয়ে। অতীতে কে কি করেছেন এবং ভবিষ্যতে কার দ্বারা পৌর সভার উন্নয়ন হবে এসব হিসেব কষতেও ভুল করছেন না সাধারন ভোটাররা। এই পৌরসভায় এবার মেয়র প্রার্থী ৬ জনের নাম শোনা যাচেছ। তারা সবাই মাঠে গণসংযোগে নেমেছেন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৩ জন। এছাড়া পৌরসভার ৯ ওয়ার্ডে ৯ কাউন্সিলর পদের জন্য অর্ধ শতাধিক প্রার্থী গন সংযোগে রয়েছেন। একই সাথে ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ১৮ জন প্রার্থী মাঠে নেমেছেন। মেয়র পদে আওয়ামীলীগ থেকে যারা নির্বাচনে মাঠে নেমেছেন তারা হলেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও বর্তমান সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, আদমদীঘি উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম জাহিদুর বারী, বিএনপির তিন জন প্রার্থী হলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফিরোজ মোঃ কামরুল হাসান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান পৌরসভার মেয়র মোঃ তোফাজ্জল হোসেন ভুট্টু, এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু।আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রাথী আশরাফুল ইসলাম মন্টু বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য তিনি নির্বাচন করবেন। তিনি নিবার্চিত হলে সান্তাহার পৌরসভা কে ডিজিটাল পৌরসভা উপহার দেবেন। পৌর শহরে নির্দিষ্ট ষ্যান্ড তৈরী করে যানজট মুক্ত শহর উপহার দেবেন। বিএনপির বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন সান্তাহার পৌর শহর কে বাস যোগ্য শহরে পরিণত করার উন্নয়ন কর্মকান্ড শুরু করেছি এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার অঙ্গিকার করেন। আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী রাশেদুল ইসলাম রাজা বলেন পৌরবাসী তাকে মেয়র পদে নির্বাচিত করলে তিনি দুর্নীতি মুক্ত সান্তাহার পৌরসভা ঘোষনা সহ পৌর শহর কে আধুনিক শহরের রুপান্তর করে পৌরবাসীকে নিরাপদ শহর উপহার দেবেন। আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী এস এম জাহিদুর বারী বলেন তিনি নির্বাচিত হলে সান্তাহার পৌরসভা কে শহরবাসীর কাছে জবাবদিহির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। মাদক মুক্ত পৌরসভা ঘোষনা করবো এবং সান্তাহার পৌরসভা কে পরিষ্কার পরিচ্ছন্ন শহর সহ মডেল পৌরসভাতে রুপান্তিত করবো। বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী ফিরোজ মোঃ কামরুল হাসান বলেন, তার দল বিএনপির যদি পৌর নির্বাচন করে তবে অবশ্যই নির্বাচনের জন্য দলের হাই-কমান্ডের কাছে মনোনয়ন চাইবে। তিনি সান্তাহার পৌর শহরবাসীর উন্নয়নে পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে।
বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী এস এম আখতারুজ্জামান মিঠু বলেন তিনি নিবার্চিত হলে সান্তাহার শহর কে মাদক মুক্ত করবো। এবং দলীয় নেতা-কর্মীদের মুল্যায়ন করে বেকার যুবকদের জন্য কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করবো। সান্তাহার পৌরসভা কে ১ম শ্রেনীতে উন্নতি করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *