লক্ষাধিক লোকের সমাগম চিতলমারীতে শ্যামা পুজায় অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
মুন্সী দেলোয়ার হেসেন, চিতলমারী থেকে : বাগেরহাটের চিতলমারীতে শ্যামা পুজার অনুষ্ঠানে আগত পূজারিনী ও দর্শনার্থীদের উত্যক্ত, ছিনতাই এবং দূর্ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। খুলনা বিভাগের মধ্যে ব্যয়বহুল আলোক সজ্জায় সজ্জিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রতিবছর লক্ষাধিক লোকের সমাগম ঘটে। আর তাদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মন্দির কমিটি, বাজার ব্যবস্থাপনা কমিটি ও সাংবাদিকরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাত ৮ টায় চিতলমারী থানার অফিসার ইনচার্জের কক্ষে এক জরুরী সভা হয়। সভায় অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক শেখ রাশেদ পুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ও প্রধান শিক্ষক পীযূষ কান্তি রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবর রহমান, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, সাবেক যুবলীগ সম্পাদক শেখ কেরামত আলী, বাজার ববস্থাপনা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম লিটন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা, চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাক এস এস সাগর, মন্দির কমিটির তিলক মন্ডল, প্রবীর সাহা, দেবাশিষ বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ।