সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১) এর আওতায় মহেশপুরে তুলার মাঠ দিবস অনুষ্ঠিত।
মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা : ঝিনাইদহের উপজেলায় মহেশপুর কটনইউনিটের উদ্দেগ্যে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১) এর আওতায় তুলার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মহেশপুরের জলিলপুর সুফ‘ফা মাদ্রাসা মাঠে এ মাঠ দিবসের আনুষ্টান অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুব উদ্দীন সাহেবের সভাপত্তিতে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের উপÑসচিব জনাব মোঃ আমিরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন মোঃ আক্তারুজ্জামান সহকারি পরিচালক সদর দপ্তর ঢাকা, জনাব জাফর আলী উপ পরিচালক যশোর। শ্রী পরিতোষ কুমার কর্তন ইউনিট অফিসার গুড়দাহ। শ্রী আশিতোশ নাহা কর্টন ইউনিট অফিসার নেপা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব শহিদুল আলম কর্টন ইউনিট অফিসার মহেশপুর। বক্তারা তাদের বক্তব্যে চাষিদেরকে তুলার ফলন বৃদ্ধি ও ভালো মানের বীজ তুলা উপাদনের দিক নির্দেশনা দেন এবং আগামী মৌসুমে তুলার চাষ বৃদ্ধির জন্য চাষীদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এর পূর্বে অতিথিরা তুলার বিভিন্ন ব্লক পরিদর্শন করেন।