ভোলাহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে আগামী ১৪নভেম্বর ২০১৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে ওরিয়েন্টশন ও কর্মপরিকল্পনা সভা রোববার সকাল ১০টায় তাদের নিজস্ব মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। “ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠিানে নয়া উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার রাধে শ্যাম আগড়ওয়ালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক। অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমান, শাহনাজ আক্তার, কামাল উদ্দিন, পরিবার পরিকল্পনা অফিসার শাহনেওয়াজ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান, ডাঃ আহসান হাবিব, সাইদুজ্জামান, ইমাম সমিতির সভাপতি শিক্ষক আব্দুল কাদির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ।
ইলেক্ট্রো প্রজেক্টের মাধ্যমে আগামী ১৪নভেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনের উদ্দ্যেশ্যে অনুষ্ঠানে বিস্তারিত আলোকপাত করেন, ডাঃ মোঃ আবু সায়েম নিউট্রিশন কনসালটেন্ট ইউনিসেফ।
অনুষ্ঠানে যথাযথভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী শিশুদেরকে নীল ও লাল রঙ্গের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে অনুষ্ঠানের অতিথিরা উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাগণ, মসজিদের ইমাম, স্থানীয় সাংবাদিকদের প্রতি জোড়ালো আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *