অবৈধ স্বেতি জালের ফাঁদে পড়ে পাবনার ফরিদপুরের বড়বিলের মৎস্য সম্পদ উজার হচ্ছে

New Photo(1)
ফরিদপুর প্রতিনিধি : পাবনা ফরিদপুরের বড় বিল সহ খাল,বিল, নদী-নালা পানি কমতে শুরু করেছে। আর এ সুযোগে কথিত মৎস্যজীবি সমিতি নামে প্রভাবশালী ব্যক্তি ও ক্ষমতাশীন দলের নেতাদের প্রত্যক্ষ মদদ সহযোগীতায় অবৈধ স্বোতি বাঁধ দিয়ে বিলের সকল প্রকার মাছ ছেঁকে তোলা হচ্ছে। অবৈধ স্বোতি বাঁধের ফাঁদের পড়ে উজার হচেছ বড়বিলের মৎস্য সম্পদ। স্বোতি বাঁধের ফাঁদে ধরাপড়া বোয়াল, বাইম, রায়েক, পুঁটিসহ রকমারী দেশী মাছ চলে যাচ্ছে প্রশাসনের কর্তাব্যক্তি ও প্রভাবশালী রাজনীতিবিদদের বাড়ীতে। ফরিদপুর উপজেলার চিকনাই নদীতে প্রশাসনের নাকের ডগায় বেশ কয়েকটি স্থানে কয়েকটি স্বোতি বাঁধ স্থাপন করে ক্ষমতাশীল দলের নেতারা অবাধে মাছ ধরছে। এভাবে স্বোতি বাঁধ দিয়ে দেশী প্রজাতির সকল মাছ নিধন করা হচেছ। এলাকার সচেতন মহল জানায়, একদিকে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নেই। অন্য দিকে মৎস্য কর্মকর্তাও নেই। ফলে এভাবে মৎস্য নিধন রোধ করবে কে? দেখার কেউ নেই। রহস্য কি? তদন্ত হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *