সাপাহারে সাংবাদিক নয়ন বাবু’কে প্রানে মেরে ফেলার হুমকী
সংবাদদাতা, সাপাহার: নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সদস্য, দৈনিক ভোরের পাতা ও দৈনিক সকলের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. নয়ন বাবু’কে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে আব্দুর রহিম (৩০) নামের আদাতলা বিজিবি ক্যাম্পের কথিত লাইনম্যান। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের মাসিক মিটিং চলাকালে সাংবাদিক নয়ন বাবুকে এ হুমকী দেয়। এ ঘটনায় সাংবাদিক নয়ন বাবু বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। জানা গেছে, গত বুধবার ভোর রাত ৩টার সময় থানা পুলিশ বিজিবির কথিত লাইনম্যান আব্দুর রহিম কে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। এ সংক্রান্ত একটি সংবাদ সাপাহার প্রেসক্লাবের সকল সাংবাদিক বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশ করে। এরই জের ধরে শুক্রবার বিকেলে প্রেসক্লাবের মাসিক মিটিং চলাকালে প্রথমে মোবাইল ফোন ও পরে প্রেসক্লাবের বারান্দায় এসে সাংবাদিক নয়ন বাবু কে প্রাণে মেরে ফেলার হুমকী দেয় আব্দুর রহিম। অভিযুক্ত আব্দুর রহিম উপজেলার পাতাড়ী গ্রামের নজরুল ইসলাম মাষ্টারের পুত্র। এ বিষয়ে গত শনিবার সন্ধায় সাংবাদিক নয়ন বাবু বাদী হয়ে সাপাহার থানায় একটি সাধারন ডায়েরী করেছে (সাপাহার থানার সাধারন ডায়েরী নং- ৪৭০, তাং- ০৮/১১/২০১৫ ইং)। এ ঘটনায় তাৎক্ষনিক সাপাহার প্রেসক্লাবের সকল সাংবাদিক তীব্র প্রতিবাদ জানিয়েছেন।