সাপাহারে ৭০ লাখ টাকা মূল্যের গণেশ মূর্তি উদ্ধার
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১৩৯ কেজি ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোররাতে উপজেলার জামালপুর গ্রামের একটি পরিত্যাক্ত ব্রাক স্কুল থেকে পতœীতলা ১৪ বিজিবি বাট্যালিয়নের সদস্যরা মূর্তিটি উদ্ধার করে।
বিজিবি সুত্রে জানা গেছে, কয়েকজন পাচারকারী ভারতে মূর্তি পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ১৪ বিজিবি বাট্যালিয়নের অধিনায়ক লে: কর্নেল রফিকুল হাসান (পিএসসি) এর নের্তৃত্বে সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের জামালপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে দুই ঘন্টা তল্লাশী চালিয়ে গ্রামের একটি পরিত্যাক্ত ব্রাক স্কুলের ভেতর থেকে একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিটির ওজন ১৩৯ কেজি। এর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়েরের পূস্তুতি চলছে বলেও জানান তিনি।