যশোর পতিতা পল্লীর যৌন কর্মীরা সদর পুলিশ ফাঁড়ির টিএসআই এর বিরুদ্ধে মানবাধিকারে অভিযোগ

Ovijog Prodan
জি এম মিজানুর রহমান মিজান, যশোর ব্যুরো ॥ যশোর শহরের নিষিদ্ধ পতিতা পল্লীর যৌন কর্মীরা সদর পুলিশ ফাঁড়ির টিএসআই ও হাবিলদারের অন্যায়, অবচিার, দৈহিক নির্যাতন ও জুলুম চাঁদাবাজি সইতে না পেরে মানবাধিকারের কাছে আইন ও ন্যায় বিচারের স্বার্থে আইনি সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ করেন। অদ্য ৭ নভেম্বর ২০১৫ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ন্যাশনাল হিউম্যান রাইটস এ- হেলথ্ কেয়ার সোসাইটি বিভাগীয় সমন্বয়কারীর কার্যালয় মিডিয়া টাচ বাবলাতলা মোড যশোর এর সদর পুলিশ ফাঁড়ির টিএসআই রফিকের বিরুদ্ধে তিনটি অভিযোগের বিষয় নিয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী জিএম মিজানুর রহমান মিজান। আজকের আলোচ্য বিষয়ঃ যশোর কোতয়ালী মডেল থানার এক গজ দূরে নিষিদ্ধ পতিতা পল্লী মাড়োয়ারী মন্দির সংলগ্ন ১ নং গলির যৌন কর্মী পারভিন ও স্বপ্না খাতুন ও আরএন রোডের মুরাদুল ইসলাম মুরাদের লিখিত অভিযোগের বিষয় নিয়ে অভিযোগ হলো, সদর পুলিশ ফাঁড়ির টিএসআই রফিক এদের ফাঁড়িতে ডেকে এনে এই দুইজনের নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা দ্রুত না দিলে ১ নং গলির নাইট গার্ড আবুল কাশেমের নারী ও শিশু নির্যাতন বাগেরহাট জেলার মামলায় ঐ চার্জশীটের ভিতরে দুই জনের নাম ঢুকিয়ে দেবে বলে হুমকি দেয়। ঐ যৌনকর্মীরা দিশাহারা হয়ে টিএসআই রফিকের বিরুদ্ধে ২ নভেম্বর যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে। ১লা নভেম্বর ন্যাশনাল হিউম্যান রাইটস এ- হেলথ কেয়ার সোসাইটি বিভাগীয় সমন্বয়কারী যশোর কার্যালয় বরাবর আইনি সহায়তা চেয়ে লিখিত অভিযোগ করে। যার স্মারক নং-৫৭/৫৮। তারিখ ঃ ১.১১.২০১৫ইং, রবিবার। অপর দিকে, আর এন রোডের বাসিন্দা মুরাদুল ইসলাম মুরাদ অভিযোগ করেন, তার ছেলে আবু বক্কর সিদ্দিক পাখিকে আর এন রোডস্থ কামাল মোটরের সামনে থেকে ২৩.১০.২০১৫ইং তারিখে ফাঁড়ির হাবিলদার বাবুল ও জহির গ্রেফতার করে। মুরাদুল ইসলাম মুরাদ ছেলে ছাড়ানোর জন্য যোগাযোগ করলে, হাবিলদার বাবুল তার নিকট মোটা অংকের উৎকোচ দাবী করে। তাদের চাহিদা মতন টাকা না দিতে পারলে ২৪.১০.২০১৫ইং তারিখে এক পেন্ডিং ডাকাতি মামলায় চালান করে। আইনি সহায়তা চেয়ে মুরাদ ৫.১১.২০১৫ইং তারিখে লিখিত অভিযোগ করেন। যার স্মারক নং-৫৯। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাড. আব্দুল ওহাব এপিপি, কাজী রকিবুল ইসলাম, মুরাদুল ইসলাম, এ্যাড. ডেজিনা ইয়াসমিন, মোহাম্মদ শফিকুর রহমান, এ্যাড. অসীম কুমার ঘোষ, মোহাম্মদ আরিফ হোসেন, বিশ্বজিৎ কুমার বিশ্বাস, মুরাদ হোসেন, মোছা. পারভীন খাতুন, স্বপ্না খাতুন, সাজেদা খাতুন, সামসুজ্জামান শাহীন, মোঃ অসিমদ্দিন তুহিন, আবু বক্কর সিদ্দিক পাখি, বিল্লাল হোসেন, মোঃ জাহিদ হোসেন, সালমা খাতুন, রাণী বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *