পোটোকল নিয়ে গুঞ্জন কাহালুতে ৪৪ তম জাতীয় সমবায়
দিবস পালিত কাহালু(বগুড়া)প্রতিনিধিঃ “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যামে টেকসই উন্নয়ন-এ শ্লোগান কে সামনে নিয়ে সারাদেশের ন্যায় গত শনিবার দুপুরে কাহালুতে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। উপজেলা সমবায় অফিস ও সমবায়িদের যৌথ উদ্যোগে দিনের কর্মসূচী মধ্যে ছিল। উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,র্যালী ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন কাহালু নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন।উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মমতা আরজু কবিতা, থানা অফিসার ইনর্চাজ (ওসি)সমিত কুমার কুন্ডু।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমবায় অফিসের সহকারী পরির্দশক আশিকুর রহমান,সমবায়ী আব্দুর রাজ্জাক, মনোয়ার হোসেন,আব্দুল আলিম প্রমূখ।এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও সমবায় পতাকা উত্তোলন করে যাথাক্রমে সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও ওসি সমিত কুমার কুন্ড। পতাকা উত্তোলনের সময় উপজেলা প্যানেল চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান দ্বয়কে আহবান না করায় অনুষ্ঠানে বেশ গুঞ্জন শুরু হয় এবং এক পর্যায় প্যানেল চেয়ারম্যান মমতা আরজু কবিতা অনুষ্ঠান স্থল ত্যাগ করে চলে যান।