বেনাপোলে ৭টি ভারতীয় পাসপোর্ট সহ আটক ২
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে সৌদি আরব ও তানজানিয়ার ভিসা লাগানো ৭টি ভারতীয় পাসপোর্ট সহ ট্রাক ড্রাইভার সওকত (৪৫)ও হেলপার আবুল কালাম (৩২)নামে দুইজন কে আটক করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা। সওকত শার্শা বাগ আচড়া গ্রামের বাসিন্দা ও আবুল কালাম ঝিনাইদহ জেলার বাসিন্দা।তাদেরকে বনগাঁ জেল হাজতে প্রেরন করেছে বিএসএফ। সীমান্ত সুত্রে জানা যায়,বাংলাদেশ থেকে রপ্তানী পন্য নিয়ে একটি ট্রাক ভারতের পেট্টাপোল বর্ডারে প্রবেশের পর পন্য খালি করে বাংলাদেশে ফিরে আসার সময় নো ম্যান্স ল্যান্ড এলাকায় গাড়িটি আসলে বিএসএফ সদস্যরা ট্রাকের ক্যাবিনে ভিতর তল্লাশী চালিয়ে ৭টি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করে। এ সময় গাড়ি চালক ও হেলপার কে আটক করেন।এবং অবৈধ পাসপোর্ট বহন করার দায়ে তাদের কে বনগাঁ জেল হাজতে প্রেরন করেছে। নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাক ড্রাইভার জানান নো ম্যান্স ল্যান্ডে নিয়জিত বিজিবি,পুলিশ ও কাস্টম শুধু পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশী করে থাকে। কিন্ত ভারত থেকে আসা ও বাংলাদেশ থেকে যাওয়া পন্য বোঝ্য়া ট্রাক এবং খালি ট্রাক কোন তল্লাশী করে না। এ কারনেই ড্রাইভাররা অবৈধ পন্য নিয়ে থাকে। অনেক ড্রাইভার আছে তারা নামেই ড্রাইভার কিন্ত তাদের কাজ হলো ভারত থেকে বাংলাদেশে ট্রাক নিয়ে এসে সোনা বার,হুন্ডির টাকা সহ বৈদেশিক মূদ্রা পাচার করা। আবার অনেক ড্রাইভার আছে রপ্তানী পন্য নিয়ে ভারতের বর্ডারে গিয়ে সেদেশ থেকে অস্ত্র ,মাদকদ্রব্য সহ অন্যান্য মালামাল গোপনে নিয়ে আছে।স্থানীয়দের দাবী বাংলাদেশ থেকে পন্য নিয়ে ভারতে যাওয়া ও ভারত থেকে পন্য নিয়ে আসা ট্রাক গুলো নো ম্যান্স ল্যান্ডে তল্লাশী করলে অনেক অবৈধ মালামাল আটক হবে।