কাহারোলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার দাবীতে প্রতিবাদ সমাবেশ।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ৮ম জাতীয় ঘোষিত পে-স্কেলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা হস্তান্তরিক ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের আয়োজনে ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায়। উপজেলা পরিষদ চত্বরে কৃত্য পেশা ভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণ বহাল, উপজেলা ইউ,এন,ও’র কর্তৃত্ব বাতিল, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভুত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ হয় অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ আখেরুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, উপজেলা প্রকৌশলী মোঃ শামীম আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম আরা নাজমীন সহ উপজেলার ১৬টি দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী এই প্রতিবাদ সমাবেশ অংশ নেন।