কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ তায়েব আলী গ্রেফতার
কাহালু(বগুড়া)প্রতিনিধিঃ কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মাওঃ তায়েব আলীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
কাহালু উপজেলার পরপর ৩ বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য,বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী (৭৬) কে তার নিজ বাড়ী মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা গ্রাম থেকে,গত বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে একদল ডিবি পুলিশ আটক করে বগুড়া ডিবি কার্যালয়ে নিয়ে যায়। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলীর আটকের খবর কাহালু থানা পুলিশ নিশ্চিত করেন।তার বিরুদ্ধে থানায় বা আদালতে কোন মামলা বা অভিযোগ না থাকলেও অসুস্থ্য বর্ষিয়ান নেতাকে গ্রেফতার করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।বিষয়টি নিয়ে ডিবি’র ও সি আমিনুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি জানান গ্রেফতারকৃত কাহালু উপজেলা চেয়ারম্যান এর বিরুদ্ধে কাহালু থানায় নাশকতার মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে কাহালু থানা অফিসার ইনর্চাজ সমিত কুমার কুন্ডুর সাথে কথা বলার জন্য বার বার মোবাইলে চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিছিপ করেন নি।
এদিকে বেলা পৌনে ১ টার দিকে একদল থানা পুলিশ ক্লাশ চলাকালে কাহালু আদর্শ মহিলা কলেজে প্রবেশ করে জামায়াত সমর্থীত শিক্ষক কর্মচারীদের খুঁজতে থাকে। এসময় সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।