মহেশপুরে প্রতিবন্ধীদের মাঝে আরডিসির উপকরণ বিতরণ।
মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে আরডিসির আয়োজনে ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে মহেশপুর শিশুতলা বাজারের আরডিসি কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে এক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আবু তালহা, সমাজসেবা অফিসার মোঃ জুলফিকার আলী, ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর ম্যানেজার আনন্দ কুমার, ইউপি সদস্য আশাদুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি খাতুন, রহিমা খাতুন, আরডিসির হিসাব রক্ষক অফিসার মোঃ দাউদ হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরডিসির প্রোগ্রাম অফিসার মোঃ নজরুল ইসলাম। উপকরণ বিতরণ অনুষ্ঠানে মহেশপুর উপজেলার বিভিন্ন প্রতিবন্ধীদের মাঝে সিংগেল ক্রেস, জোড়া ক্রেস, সাদাছড়ি, লাঠি ও গরীব অসহায় ছাত্র/ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে প্রোগ্রামটি বাস্তবায়ন করা হয়।