চুয়াডাঙ্গায় জেল হত্যা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, শোকর্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় চূয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত আকারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও সদর পৌর-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশহাবুল হক মালিক লন্টু জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহম্মদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য ও ফুলের তোড়া অর্পণ করা হয়। এসময় চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসসহ দলীয় এবং সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। দিবসটির কর্মসূচীর মধ্যে বেলা ১২টায় শোক র্যালী প্রদক্ষিণ দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় দলীয় নেতরা বক্তব্য রাখেন