চুয়াডাঙ্গার জীবননগরে একটি সার্টারগান,তিনটি ইয়ারগান ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরাঞ্জামসহ এক ব্যাক্তি আটক
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ার একটি বাড়ীতে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ১টি সার্টারগান, ৩টি উন্নতমানের ইয়ারগান,ইয়ারগানের বাটসহ আগ্নেয়াস্ত্র তৈরীর সরাঞ্জামাদি উদ্ধার করেছেন। এসময় বাড়ীর মালিক জহুরুল ইসলামকে (৫৬) পুলিশ আটক করেছে। এ ঘটনায় জীবননগর থানায় অস্ত্র আইনের একটি মামলা হয়েছে। জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের মরহুম আব্দুল করিমের ছেলে জহুরুল ইসলাম (৫৬) জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ায় জমি কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। পেশায় তিনি একজন সেলাই মেশিন হুড তৈরী মিস্ত্রি। সোমবার রাতে গোপন সংবাদের ভিতিত্বে খবর পেয়ে তার বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত আগ্নেয়াস্ত্র তৈরী সরাঞ্জামাদি উদ্ধার করে জহুরুল ইসলামকে আটক করা হয়। জহুরুল ইসলামের দাবী তিনি একজন দক্ষ আগ্নেয়াস্ত্র মেরামতকারী। এলাকার বিভিন্ন লোকজন তার কাছে ইয়ারগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র মেরামত করতে দেয়। তবে তার সরকার অনুমোদিত কোন লাইসেন্স নেই। তিনি আরো বলেন,উদ্ধারকরা সরাঞ্জাম দিয়ে আগ্নেয়াস্ত্র তৈরী করা যায় কি না জানি না। তবে ওই সব সরাঞ্জামাদি দিয়ে বিভিন্ন আগ্নোয়াস্ত্র মেরামত করা যায় এবং আমি তা সরল বিশ্বাসেই করতাম। জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, জহুরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে