বাংলাদেশি গরু ব্যবসায়ী জুয়েল নিখোঁজ
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর নির্যাতন করে নদীতে ফেলে দেওয়া বাংলাদেশি গরু ব্যবসায়ী জুয়েল (২৮) নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী ইছামতি নদীর তীর থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে মারধর করে ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ। জুয়েলের বাড়ি শার্শা উপজেলার পাড়ই ঘোপ গ্রামে।জুয়েলের সহযোগী শার্শার নিজামপুর গ্রামের গরু ব্যবসায়ী শহীদ ও লালটু ব জানান, তারা ৩ জন ভোরে পুটখালী সীমান্তের ইছামতি নদীর তীরে ভারতীয় গরু নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে জুয়েল ধরা পড়েন। পরে জুয়েলকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না। দুপুরে এ বিষয়ে যোগাযোগ করা হয় ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিনের সঙ্গে। তিনি জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জানার পর আশপাশ এলাকায় খোঁজ করা হয়েছে। কিন্তু জুয়েলের কোনো সন্ধান মেলেনি।