মতলব দক্ষিণে মাদ্রাসা কেন্দ্রে কেন্দ্র সুপারসহ ৪ জনের জেল, ৪ জনের অর্থদন্ড
মতলব (চাঁদপুর) প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল সোমবার ঘিলাতলী মাদ্রাসা কেন্দ্রে নৈর্ব্যত্তিক প্রশ্নের সমাধান করে পরীক্ষার্থীদের মাঝে উত্তর পত্র বিতরণের অভিযোগে ওই কেন্দ্রের সুপার আসাদুজ্জামানসহ চার জনকে কারাদন্ড ও চার শিক্ষককে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিনে উপজেলা ঘিলাতলী মাসাদ্রা কেন্দ্রে পরির্দশনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় তিনি নৈর্ব্যত্তিক প্রশ্নের সমাধান করা উত্তরপত্র বিতরণের সময় অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্তদের মধ্যে কেন্দ্র সুপার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আসাদুজ্জামান ও অফিস সহায়ক সোলেনাম মজুমদারকে ২ বছর এবং কক্ষ পরিদর্শক কালিকাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নেয়ামত উল্ল্যাহ ও ঘিলাতলী মাদ্রাসার শিক্ষক আহসান হাবিবকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া একই অভিযোগে কক্ষ পরিদর্শক কালিয়াইশ ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক মো.ফয়জুল্লাহ, বাংলা প্রভাষক মো. শাহ মিরান, সহকারী শিক্ষক মো. আ.মতিন ও কাচিয়ারা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিনকে এক হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, পাবলিক পরীক্ষা আইনে প্রত্যেকের বিরুদ্ধে অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।