ছিনতাই হওয়া কাঁচামালের ট্রাক উদ্ধার ও আটক দুই
ষ্টার্ফ রিপোর্টার আবুল কাশেম: নরসিংদীর ঘোড়াশাল থেকে ছিনতাই হওয়া ১১৩ বস্তা পেঁয়াজ ও ১৭৭ বস্তা রসুনসহ ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১৪-৫৮৩১) আশুলিয়া থেকে উদ্ধার করেছে র্যাব-৪ এর নবীনগর ক্যাম্প স্কোয়াড। সোমবার ভোর প্রায় ৪টার দিকে আশুলিয়ার কুড়গাঁও এলাকা থেকে মালবোঝাইকারী ট্রাকটি উদ্ধারের সাথে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয় । আটককৃতরা বরিশাল জেলার বানাড়ীপাড়া থানার মলুহার্ক গ্রামের মৃত আসমত আলীর ছেলে জাকারিয়া(২৫) ও অপরজন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বেজগাঁও গ্রামের মৃত রাজ্জাক হোসেনের ছেলে জনি(২৭) । র্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার উনু মং জানান, গতকাল (রবিবার) সন্ধ্যায় ফরিদপুর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে পেঁয়াজ ও রসুন নিয়ে রওনা হয় ট্রাকটি। এসময় মালবোঝাই ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল এসে পৌছলে একদল ছিনতাইকারী কবলে পড়ে। ছিনতাইকারীরা ট্রাকের চালক মোঃ রাসেল ও হেলপারকে গুরুত্বর আহত করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাই হওয়া ট্রাকে থাকা কাঁচামালের মালিক বকুল ফকির ঘটনাটি র্যাবকে অবহিত করে। পরে র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের একটি দল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ছিনতাই হওয়া ট্রাকটির অবস্থান চিহ্নিত করে। পরে অভিযান চালিয়ে আশুলিয়ার কুড়গাঁও এলাকা থেকে ছিনতাই হওয়া মালবোঝাই ট্রাকটিসহ ২ জনকে আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃত দুই ছিনতাইকারীকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।