কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে ট্রানজিট যাত্র শুরু
বেনাপোল প্রতিনিধি (যশোর): কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে পন্যবাহী ট্রাকের ট্রানজিট যাত্রা শুরু হয়েছে।
রোববার(০১ নভেম্বর) সন্ধা সাড়ে ৬ টায় (ডব্লিউ বি-১১বি-৯৫১৯) নাম্বারের একটি ভারতীয় ট্রাক আগরতলার উদ্দেশ্যে কলকাতা থেকে আমদানি পন্য নিয়ে বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ জানান, পণ্যবাহী ট্রাকটিতে ৭ প্যাকেজ ভোদা ফোন সামগ্রী ও ১১৬ প্যাকেজ জুতা তৈরীর দুইটি কনসারমেন্ট (চালান) রয়েছে। জুতার চালানটি বেনাপোল বন্দরের ১১ নাম্বার শেডে খালাস হবে অন্যটি চালানটি ঢাকা-আগরতলা হয়ে ভারতের ক্রিপুরা রাজ্যের গোহাটিতে যাবে।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ভারতের পেট্রাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুজিত সরকার যৌথভাবে চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পণ্য চালানের পরীক্ষা সম্পূর্ন করেন। পণ্যের সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে রয়েছেন বেনাপোলের লাকি ট্রেড এন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।