কাহারোলে ৮ম জাতীয় ঘোষিত পে-স্কেল আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালিত।

2
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতাঃ বঙ্গবন্ধুর বাংলায় আমলাতন্ত্রের ঠাই নাই, এই স্লোগানকে সামনে রেখে কাহারোলে ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ৮ম জাতীয় ঘোষিত পে-স্কেলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা হস্তান্তরিক ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের আয়োজনে ২৮ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃত্য পেশা ভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণ বহাল, উপজেলা ইউ,এন,ও’র কর্তৃত্ব বাতিল, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভুত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালীন সময় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি ও সুষ্ঠ ভাবে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলার ১৬টি দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী এই মানব বন্ধন কর্মসূচীতে স্ব¯প্র“ত ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার) ও নন-ক্যাডার কর্মকর্তাগন ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের উপজেলা শাখার সভাপতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী মোঃ শামীম আখতার, উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিমল সরকার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শামীম আরা নাজমীনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এ সময় মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *