খুলনার দাকোপে সাংবাদিকদের গ্রুপিং এর বহিঃপ্রকাশ, সত্য সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক তাপস মহালদার ষড়যন্ত্রমূলক আটক
ডেস্ক রিপোর্ট: খুলনা জেলার দাকোপ থানাধীন বিভিন্ন কার্যক্রমের অনিয়ম জাতীয় সাপ্তাহিক ‘অপরাধ তথ্যচিত্র’ পত্রিকায় সত্য সংবাদ প্রকাশ করার কারনে সহকারি সম্পাদক তাপস মহালদার কে সাংবাদিকদের গ্রুপিং এর জের ধরে ষড়যন্ত্র্রমূলক আটক করা হয়েছে মর্মে জানা গেছে । ঘটনার বিবরনে প্রকাশ, গত ২২ অক্টোবর জাতীয় সাপ্তাহিক ‘অপরাধ তথ্যচিত্র’ পত্রিকায় দাকোপ এলাকার কয়েকটি অনিয়মের তথ্যচিত্র তুলে ধরে সাংবাদিক তাপস মহালদার,যাহাতে ক্ষীপ্ত হয় সাংবাদিক গ্রুপিং এর কতিপয় ব্যাক্তিরা এবং উস্কানি দেয় সংশ্লিষ্ট অপরাধি পক্ষটিকে। সাংবাদিক তাপস মহালদার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনিয়মের প্রেক্ষাপট পত্রিকায় তোলার কারনে দাকোপের কাতিপয় সাংবাদিকের স্বার্থে আঘাত লাগে, সে কারনে তাপস মহালদারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে ওঠে। সাংবাদিক তাপস মহালদার বিভিন্ন পত্রিকার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, অবশেষে জাতীয় সাপ্তাহিক ‘অপরাধ তথ্যচিত্র’ পত্রিকায় সহকারি সম্পাদক হিসেবে যোগদান করার কারনে দাকোপের কতিপয় সাংবাদিকদের রেশারেশির জের ধরে হিংসার সৃষ্টি হয়। সেহেতু কতিপয় সাংবাদিকদের উস্কানির কারনে সংশ্লিষ্ট অপরাধি পক্ষটি সাংবাদিক তাপস মহালদার এর প্রতি এই হীনমনোভাবাপন্ন কার্যক্রমে আটক করতঃ আদালত পর্যন্ত গড়ায়। তবে সুবিচারের দৃষ্টিকোনে সাংবাদিক তাপস মহালদারের প্রদত্ত তথ্যচিত্রটি সঠিক এবং বাস্তবিক সত্য, যাহা এলাকার সচেতন ও বুদ্ধিজিবী মহলের ভাষ্য।
( বিস্তারিত তদন্ত সাপেক্ষে অচিরেই পত্রিকার পাতায়