পাষন্ড স্বামী তার নিজ স্ত্রীকে এসিড নিক্ষেপ
আশুলিয়া থেকে আহ্সান হাবিব: আশুলিয়ায় পারিবারিক কলহের জের দরে সোহাগ মিয়া নামে এক পাষান্ড স্বামী তার স্ত্রী মেহজাবিনকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেহজাবিনকে গুরুত্বর অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। শনিবার দিবগত ভোর রাতে বাইপাইল এলাকায় এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। মেহজাবিনের গ্রামের বাড়ী মাগুড়া জেলায় । তার স্বামী সিএনজি চালক এবং তার সাথে সে বাইপাইলে একটি ভাড়া বাসায় থেকে বার্ডস গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতো। এলাকাবাসী জানায়, রবিবার ভোর প্রায় ৪টার দিকে মেহজাবিনের চিৎকারের শব্দ পেয়ে আশে-পাশের লোকজন ছুঁটে এসে দেখতে পায় তার পাষন্ড স্বামী সোহাগ মিয়া তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে। পরে, এ বিষয় থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রত ঘটনাস্থলে এসে উপস্থিত হন। গণস্বাস্থ্যের কর্তব্যরত চিকিৎসক জানান, এসিডে ওই গৃহবধূর শরীরের ২৫ শতাংশ ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির প্রতিবেদককে জানান, আমরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া পলাতক সোহাগ মিয়াকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।