আশুলিয়ায় নকল আইসক্রীম ফ্যাক্টরী জব্দ
আশুলিয়া থেকে আবুল কাশেম: সোমবার দুপুর প্রায় ২টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যৎ এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত একটি নকল আইসক্রীম তৈরীর ফ্যাক্টরী সিলাগালা করেছেন। এসময় ফ্যাক্টরীর মালিক তাঁরা মিয়াকে(৪৫) এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের জেল দেয়া হয়। আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় কেয়া আইসক্রিম ফ্যাক্টারী নামে একটি নকল আইসক্রিম তৈরীর কারাখানায় অভিযান চালায় র্যাব-৪ এর ভ্যাম্যমাণ আদালত । র্যাবের নির্বাহী ম্যাজিট্রেট মোঃ সারোয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এই আইসক্রীম ফ্যাকরীটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামাদামি প্রতিষ্ঠানের পণ্য নকল করে বাজারজাত করে আসছে। এছাড়া মানবদেহে ক্ষতিকারক এমন কেমিক্যাল দিয়ে পণ্য তৈরি করে আসছিল আইসক্রীম ফ্যাকরীটি। পরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফ্যাক্টরীটি সিলগালা করা হয়।